bangladesh donate

HELP THE SANTAL PEOPLE OF GAIBANDHA, BANGLADESH

2:03 AMUnknown

For these house and foodless people, need help,  you can contact email: sasubd1993@gmail.com
or here you may donate via below number
+88 015156558398, +88017854546561 (Dutch Bangla Bank A/C)
+88 01778556118 (bKash)


Subodh M Baskey : গতকাল নভেম্বর ১৯, ২০১৬ কয়েকজন শুভাকাঙ্খীদের সংগে সকাল ৬.৩০ বাগদা ফার্ম গোবিন্দগঞ্জ, গাইবান্ধার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হলাম। দুপুর ১.৩০ টা নাগাদ ভূমিদস্যু, স্থানীয় সাংসদ, ও তার সন্ত্রাসী, রাষ্ট্রীয় বাহিনী পুলিশের সন্ত্রাসী হামলায় নিহত, আহত, জখম আদিবাসীদের দেখতে যাই জয়পুর ও মাদারপুর গ্রামে। অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন রাত যাপন করছেন। নেই খাবার, চিকিৎসা, শিশুদের বইপত্র, থালাবাসন, কাপড়চোপড় আরোও অনেক কিছ। সরকার নামমাত্র কয়েকজন মানুষদের সহায়তা দিয়েছেন যা অপর্যাপ্ত। সেখানকার অসহায় মানুষগুলো কেমন আছেন, সেটি নিয়ে অনেক প্রতিবেদন দেখলাম। সবচেযে কষ্টের চিহ্ন দেখলাম কলাগাছের পাতা দিয়ে খুপড়ি ঘর করে সেখানে রাত্রে থাকছেন। অথচ কোন মিডিয়াতে এই প্রতিবেদন দেখলাম না। অনেকে রাস্তার পাশে খড়ের ওপর শুয়ে আছেন। কী বিভৎস, হৃদয় বিদারক দৃশ্য।
এখনও সেখানকার আদিবাসীরা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। পুরুষেরা গ্রাম থেকে বাইরে বের হতে পারছে না, হুমকি দেওয়া হচ্ছে, বাইরে গেলে জবাই করা হবে, হত্যা করা হবে। সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকার প্রাক্তন ছাত্র ইউনিয়নের সভাপতিগণ, প্রগতিশীল কয়েকজন ব্যক্তিবর্গ। শিশু খাদ্য হিসেবে সেখানে চিনি, বিস্কুট ও সুজিসহ গতকাল ৪০০টি প্যাকেট শিশুদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও আজ ও কয়েক দিনের মধ্যে অসহায় মানুষের জন্য শীতের কাপড়, কম্বল পৌঁছে যাবে। ৬ নভেম্বরের অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরের ঘটনায় অনেক মনসা প্রতিমা, দেবী মুর্তি, ভেঙে ফেলা হয়। মাটির গির্জা ভাঙা হয় কিন্তু সেগুলো খবরের কাগজে স্থান পায় নি। এই হলো আমাদের সাংবাদিকতা, ধর্মীয় স্থাপনায় আক্রমণ হলো সেগুলোর কোন খবর নেই। পুলিশ কী কখনো কোন মসজিদ ভাঙতে পারবে, সন্ত্রাসীরা কী পারবে মসজিদ ভাঙতে। ষাট ফিটে রাস্তা দখল করে মসজিদ তৈরি করা আছে খোদ ঢাকায়, মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে কই সেটাতো অবৈধ দখলমুক্ত করেছে না। রাস্তায় শুক্রবারের নামাজ আদায় হচ্ছে কই সেখানে কেউ উচ্ছেদ করছে না। ৯৬’ সালের শেয়ার বাজার জালিয়াতির হোতাদের পুলিশ গ্রেফতার করেনি, গুলি করেনি, কারাগারে পাঠায়নি।
সরকারি ত্রাণ সহায়তার শুধু খবর এসেছে, যা পর্যাপ্ত নয় কিন্তু আসল খবর হলো মানুষ সেগুলো গ্রহণ করে ব্যবহার করেনি। বিপন্ন মানুষের অধিকাংশিই ত্রাণ পায় নি। আমাদের রোহিঙ্গাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য মন কাঁদে, নিজ দেশের মানুষ, শুধু ধর্মীয় ও জাতিগত পরিচয় আলাদা-তাদের জন্য মন কাঁদে না। আমাদের মানবতা তারপরও শতভাগ খাঁটি!

You Might Also Like

0 comments

We will come back very soon

Popular Posts

Flickr Images

Santal of Gaibandha

Contact Form